বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে এ বাধা দেয়।
শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন।
শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হয়েছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করার পর ইমিগ্রেশনে শেখ শাইরা শারমিনকে থামিয়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা আছে কি না, কিংবা ঠিক কী কারণে তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হলো, তা স্পষ্ট করে জানানো হয়নি।
গত ৭ মে রাতে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদ। এরপরই তার দেশত্যাগ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও প্রশ্ন ওঠে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি কীভাবে বিদেশে যাওয়ার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।