
প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
কোরবানির পশু পরিবহনে চলবে ৩টি ট্রেন

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। ক্যাটেল স্পেশাল নামে ২ দিনে এই তিনটি ট্রেন চালানো হবে।
ফাহিমুল ইসলাম জানান, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।
এসময় ট্রেনগুলোর যাত্রাপথের কথা উল্লেখ করে তিনি বলেন,
ক্যাটেল স্পেশাল-১ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ৩ জুন ভোর সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে।
ক্যাটেল স্পেশাল-২ জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে ছেড়ে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ক্যাটেল স্পেশাল-৩ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ৪ জুন ভোর সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.