
প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
৪ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

স্টাফ রিপোর্টার:
টানা পাঁচদিন ধরে দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজও দেশের বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহ বইছে। এই অবস্থায় বিকেল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাসও রয়েছে। নদীবন্দরে দিতে বলা হয়েছে সতর্ক সংকেত।
রোববার (১১ মে) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকেল ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.