ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতিতে-১ এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতিতে-১ এর রূপাতলী সদর দপ্তরে সভা এ অনুষ্ঠিত হয়। মোঃ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সচিব রুহুল আমিন হাওলাদার, পরিচালক মোঃ নুরনবী, মোঃ শাহিন হোসেন, পরিচালক মোঃ কবির হোসেন, মাহে আলম, আব্দুল জলিল, মোকলেছুর রহমান, মোসাঃ ফাতেমা, মোসাঃ নাসরিন আক্তার, মাহফুজা বেগম, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হুমায়ন করিব, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার, ডিজিএমবৃন্দ, বিভিন্ন জোনাল অফিসের ডিজিএমগণ, এজিএম (এমএস) মোঃ ফরিদ উদ্দিন, এজিএমসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ।

 

বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির বোর্ড রুমে সকল পরিচালকদের নিয়ে বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় আগামী এক বছরের জন্য সভাপতি, সহ-সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার, সচিব মোঃ নুরনবী ও কোষাধ্যক্ষ মোসাঃ মাহফুজা উপস্থিত পরিচালকদের ভোটে নিবাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।