পাকিস্তানের ‘সংকটকালীন সময়ে’ ‘সমর্থন ও সংহতি’ দিয়ে পাশে থাকার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট ভারতের ‘জঘন্য’ ক্ষেপণাস্ত্র হামলার পর ‘শহীদদের জন্য তুরস্কের ভাইরা প্রার্থনা করেছেন। যার আমি প্রশংসা করি।
প্রধানমন্ত্রী জানান, তিনি তুরস্কের প্রেসিডেন্টকে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেছি। আমাদের সেনা সদস্যরা তাদের সাহসিকতা এবং পেশাদার কাজ দিয়ে শত্রুকে প্রতিহত করেছে।
‘আমরা যেকোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব’- বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দক্ষিণ এশিয়ায় উত্তেজনা হ্রাস এবং শান্তি নিশ্চিতে তুরস্কের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার রাতে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হন। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে দ্য হিন্দু জানিয়েছে।