
প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান সংঘাত: পারমাণবিক অস্ত্র ব্যবহারে হতে পারে ব্যাপক প্রাণহানি

স্টাফ রিপোর্টার:
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলোপ আন্দোলন (আইসিএএন)। এই উত্তেজনা পারমাণবিক সংঘর্ষে রূপ নিলে মুহূর্তেই লক্ষ লক্ষ প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করছেন সংগঠনের নির্বাহী পরিচালক মেলিসা পার্কে।
তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ হলে তাতে অঞ্চলজুড়ে তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে এবং এর প্রভাব সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।
তিনি সতর্ক করে বলেন, একটি পারমাণবিক ভয়াবহতা দেখা দিতে পারে, যা বিশ্বব্যাপী কৃষিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি বলেন, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।
উভয় দেশের সরকারকে সংযম দেখানো এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানান ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত মেলিসা পার্কে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান তিনি।
তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে এগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ ও বিলুপ্ত করা।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.