
প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ
ঈদুল আজহায় ছুটি থাকবে ১০ দিন’

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার।
এবার ঈদুল আজহায় ১০ দিন সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টপার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি ফেসবুকের পোস্টে জানিয়েছেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। তবে আগামী ১৭ ও ২৪শে মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে।
এছাড়া, আজ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.