মুলাদী (বরিশাল) প্রতিনিধি: মুলাদীতে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরে এই মিছিল করা হয়। উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়ায় সফিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এই ঝাড়ু মিছিল করেন।
নেতাকর্মীরা বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহীদুল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন, সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. জাহিদ মোল্লা, মিজানুর রহমান সামচু, আব্দুল্লাহ আল মামুন সরদার, রতন মোল্লা, শাহজাহান উকিল প্রমুখ।
সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. জাহিদ মোল্লা জানান, ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিলো। কিন্তু সুবিধাবাদীদের দিয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করতে বাধ্য হয়েছে।