
প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
পাকিস্তানে আক্রমণ এত সহজ নয়: মরিয়ম

স্টাফ রিপোর্টার :
পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। এই দেশে আক্রমণ করা এতো সহজ নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।
বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন। এর আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ কথা বলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।
মরিয়ম বলেন, পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন। পাকিস্তানের যেকোনো শত্রু আক্রমণ করার আগে ১০ বার ভাববে। সবাই জানে যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর।
তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আমাদের অবশ্যই ইস্পাতের প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।
শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান শক্তিশালী হয়েছে উল্লেখ করে মরিয়ম আরও বলেন, পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার ক্ষেত্রে নওয়াজ শরিফ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.