ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মর্তুজ আলী

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২২ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

গণবার্তা রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৭-এর পরিচালক মো. মর্তুজ আলী নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকে সুদীর্ঘ ২৯ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মর্তুজ আলী এর আগে ব্যাংক পরিদর্শন বিভাগ-৩-এর (বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-২) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এজি ইকন ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া, রাজশাহী ও রংপুর অফিস এবং প্রধান কার্যালয়ের কৃষিঋণ বিভাগে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ও শ্রীলংকা ভ্রমণ করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।