রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর একটায় ইতালির রোম থেকে দেশের উদ্দেশে পাড়ি দেন তিনি।
এর আগে শনিবার রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে সমাহিত করা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ। এরপরই ইতালির রাজধানীতে ধর্মযাজকদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের দুই কার্ডিনাল। এতে ভূ-রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা।
এসময় প্রয়াত পোপের জীবনের মূল লক্ষ্য এবং তার বিভিন্ন স্বপ্নের কথা স্মরণ করেন কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও জ্যাকব কুভাকাদ। পাশাপাশি তারা ড. ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করেন।
পোপ ও ড. ইউনূসকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তারা। একইসাথে দারিদ্র্য বিমোচনে জীবন উৎসর্গের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।