মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা প্রতিনিধি:
সেনবাগের কানকিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
২ নং কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আবদুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীরকোর্ট জনকল্যাণ সমিতির সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাগী ইউনুছ পাটোয়ারী বাচ্চু, কানকিরহাট সপ্রাবির প্রাক্তন প্রধান শিক্ষক আবদুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের ব্যাপারি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য আবদুল কুদ্দুস সহ প্রমুখ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন সহ বিদ্যালয়টির মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় অভিভাবকবৃন্দ সহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলে বিদ্যালয়টির পড়ালেখার মানোন্নয়নে একযোগে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে নৈপুণ্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।