মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:
সেনবাগ আইডিয়াল মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪- এর বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সোমবার সকাল ১১ ঘটিকার সময় স্কুলের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সবুজ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, উপজেলা প্রেস ক্লাব সেনবাগ-এর সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো,সেনবাগ আইডিয়াল হাই স্কুলের সভাপতি আবু নাঈম খান, সহ-সভাপতি আবু ছায়েদ, সেনবাগ আইডিয়াল মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪-এর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সম্পাদক নাজিমুল ইসলাম তানিন, এবং সদস্য আমিরুল ইসলাম, আবু সালেহ মো. আরমান, জিয়াউর রহমান, এয়াকুব হোসেন সহ প্রমুখ।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট, প্রাইজমানি ও অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।