ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনায় দেশে ২৪ ঘন্টায় শনাক্ত ২০২৯, আরও ১৫জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২০ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪০ হাজার ৩২১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ৮ হাজার ৪২৫ জন।

বৃহস্পতিবার (২৮ মে) আইইডিসিআর এর অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, ৪৮টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। সর্বশেষ যুক্ত হয়েছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ২৬৭ জনের। গতকালকের কিছু নমুনাসহ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি।

এর মধ্যে ২ হাজার ২৯ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৩২১ জন। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, নারী ৪ জন। ৭ জন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের ৮ জন।

বয়সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন মারা গেছে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন নেওয়া হয়েছে ২৪৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৯৮৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।