মোশারফ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) থেকে ॥ কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে সাড়া দিয়ে কুমারখালী উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা পহেলা আষাঢ় থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছেন।
জানাগেছে মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই নির্দেশণার আলোকে সারাদেশ ব্যাপী যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে কুমারখালী উপজেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার (১৯ জুন) সকালে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ। কুমারখালী এলঙ্গীতে ফলদ ও বনজ বৃক্ষ রোপন করে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি তুহিন শেখ, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোঃ মুনসুর জামান তুহিন, উপজেলা যুবলীগ সদস্য কাজু আহাম্মেদ, নয়ন বিশ্বাস, ফরহাদ ইমরান ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন।
উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন বলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এর নির্দেশনায় বর্ষা মৌসুমের পুরো সময় উপজেলা জুড়ে ৫০০ ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানো হবে।