স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের জন্য সোনালী ব্যাংক স্টাফ কলেজে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ‘স্পেশাল কোর্স অন ব্যাংকিং ফর অ্যান্টি-করাপশন কমিশন অফিসার্স’ শীর্ষক এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও (অতিরিক্ত দায়িত্ব) মো. মুরশেদুল কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল বেগম আকলিমা ইসলাম। এ সময় স্টাফ কলেজের অন্যান্য নির্বাহী ও ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।
Developed by: Engineer BD Network