স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের টেকসই ব্যাংক স্বীকৃতি পেল সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ‘সাসটেইনেবল রেটিং রিকগনিশন সেরিমনি’ অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ‘সাসটেইনেবল রেটিং ২০২১’-এর স্বীকৃতিস্বরূপ গভর্নর ফজলে কবিরের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
চারটি সূচকে এগিয়ে থাকা ব্যাংকগুলোকে এ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সূচকগুলো হলো টেকসই অর্থায়ন নির্দেশক (সাসটেইনেবল ফাইন্যান্স ইন্ডিকেটর), সবুজ পুনঃঅর্থায়ন (গ্রিন রিফাইন্যান্স), সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) এবং মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা (কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি)।
Developed by: Engineer BD Network