ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

দৈনিক গণবার্তা
জুন ১৯, ২০২০ ৬:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। গত বৃহস্পতিবার ১৮ জুন বিকেলে নিজ বাসভবন থেকে স্থায়ী কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠকে যুক্ত হন। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সভাপতিত্ব করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন। তবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমে এখনও কিছু জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।