স্টাফ রিপোর্টার : জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান এবং এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের হাতে গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই শাতাধিক বই উপহার স্বরুপ তুলে দেন আমাদের গৃহ সবুজায়ন কার্যক্রমের সমন্বয়ক ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন।
পরে এক অনুষ্ঠানে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রনে কার্বন নিঃসরন হ্রাস করতে গ্রীণ ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন।
তিনি জানান, গ্রীণ ব্যাংকিংয়ের আওতায় প্রাকৃতিক আলো বাতাস নিশ্চিত করনের মাধ্যমে কর্মস্থলের পরিসর কমানোসহ বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় সম্ভব হয়েছে। এতে প্রতিষ্ঠানের ব্যয় সংকোচনের পাশাপাশি কাজের জায়গার সর্বোত্তম ব্যবহার করে স্থানেরও সাশ্রয় ঘটছে।
আর এসব কাজে অসামান্য অবদান রাখায় পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি খন্দকার আতাউর রহমান, সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মো. ইদ্রিস মিয়া, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি সৈয়দ মাসুদুল বারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে জন্মদিনে গাছ উপহার ক্যাম্পেইন আরো বেগবান করার বিষয়ে আলোচনা হয়।