স্টাফ রিপোর্টার : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
কোম্পানিটির পক্ষে মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানির সচিব আবদুর রহমান ও সিএফও ফারুক আহম্মেদ সম্প্রতি আইডিআর’র প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, আইডিআরএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী। গত বুধবার (১৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
Developed by: Engineer BD Network