মুলাদী (বরিশাল) প্রতিনিধি: মুলাদীতে জমিয়াতে হিযবুল্লাহর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়শা সিদ্দিকা (রা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে হিযবুল্লাহ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। গতকাল বুধবার মুলাদী পশ্চিম বাজার ট্রলারঘাট জামে মসজিদের সামনে সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জমিয়াতে হিযবুল্লাহর নেতাকর্মীরা, উপজেলার দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মুসলমানরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জমিয়াতে হিযবুল্লাহ নেতা উপাধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াস হোসাইন, মাও. মো. ইসমাইল হোসেন, চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম মৃধা, মুলাদী বন্দরের ব্যবসায়ী মো. আব্দুল কাদের মুন্সী, নূরুল আলম খান তেলাওয়াত, মো. তারেক হোসেন প্রমুখ।
সমাবেশে উপাধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াস হোসাইন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। ভারতের বিজেপি নেতা মুসলমানদের হেয়প্রতিপন্ন করতে এবং সম্প্রীতি বিনষ্ট করতে মহানবী (সা.) ও আয়শা (রা.) কে নিয়ে কুটুক্তি করছে। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
Developed by: Engineer BD Network