ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে বৃদ্ধা সৎ মাকে হত্যার চেষ্টা

দৈনিক গণবার্তা
জুন ১৮, ২০২০ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥ মুলাদীতে আলেয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধা মাকে হত্যার চেষ্টা চালিয়েছে সৎ সন্তানেরা। গত ১৭জুন রাতে উপজেলার সীমান্তবর্তী চরপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। আলেয়া বেগম সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের খালেক হাওলাদারের ২য় স্ত্রী। খালেক হাওলাদারের ১ম স্ত্রীর সন্তানেরা আলেয়া বেগমকে হত্যার চেষ্টা চালায়।

জানাগেছে গরীব অসহায় আলেয়া বেগমের প্রথম স্বামী মারা যাওয়ার পর খালেক হাওলাদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু খালেক হাওলাদারের ১ম স্ত্রীর ৫ সন্তান বিষয়টি মেনে নিতে পারেনি। তারা আলেয়া বেগমকে দীর্ঘ দিন ধরে নির্যাতন চালিয়ে আসছিলো।

আলেয়া বেগমের প্রতিবেশি ফাহিমা বেগম জানান গত ১৭ জুন ১১ টার দিকে পাশ্ববর্তী বাড়িতে ডিম কিনতে যাওয়ার পথে বৃদ্ধা আলেয়া বেগমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খোঁজাখুজি করেন। পরে কাউকে না পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় আলেয়া বেগমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নিয়ে আসার পথে স্বামী খালেক হাওলাদার বাঁধা প্রদান করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। কিন্তু স্থানীয়দের তোপের মুখে তিনি পিছু হটেন।

স্থানীয়রা জানান আলেয়া বেগমের স্বামীর ১ম স্ত্রীর সন্তানেরা তাকে মারধর করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে গেছে। তাকে উদ্ধারের পরে দয়াশীল লোকজন ও মুলাদী হাসপাতালের জরুরী বিভাগের সহযোগিতায় আলেয়া বেগমের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।