নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 'সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পতাকা উত্তলের পর উপজেলা সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়। রেলিটি উপজেলার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রেলি শেষে উপজেলা হলরুমে এসে সবাই আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান। উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাসান রকি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) মো.রায়হান মাহামুদ,স্বরূপকাঠি সেন্টাল কো অপারেটিভ মাল্টি পারপাস সোসাইটি লিমেটেড এর সভাপতি মো: কাজী আনিসুজ্জামান, উপজেলা সেন্টাল কোঅপারেটিভ এ্যাশোসিয়েশন এর সভাপতি মো: বেলায়েত হোসেন প্রমুখ।