ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ড্রেজারে অগ্নিসংযোগ

দৈনিক গণবার্তা
জানুয়ারি ৩, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুুলাদী (বরিশাল) প্রতিনিধি: মুলাদীতে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান। তিনি সোমবার (০৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আড়িয়ালখাঁ নদীতে অভিযান চালিয়ে একটি ড্রেজার পুড়িয়ে দেন। নাজিরপুর নৌ থানার কাছাকাছি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন ব্যবসায়ীরা। অভিযানের টের পেয়ে ড্রেজার মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। দীর্ঘ দিন ধরে উপজেলার আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানান স্থানীয়রা।

নাজিরপুর গ্রামের আব্দুল জলিল জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন ধরে আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদী থেকে বালু উত্তোলন করছে। এতে নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে। ১০/১৫টি ড্রেজার দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করায় গোটা উপজেলা হুমকিতে রয়েছে।

নাজিরপুর বন্দরের বাসিন্দা আবুল কালাম জানান, সোমবার বালু ব্যবসায়ীরা নাজিরপুর বাজারের কাছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে ছিলো। বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরের দিকে একটি স্পিড বোট আসতে দেখে ড্রেজার মালিক ও কর্মচারীরা নদী সাতরে পালিয়ে যায়। পরে কর্মকর্তা ওই ড্রেজারটি আগুন দিয়ে পুড়িয়ে দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান জানান, মুলাদী উপজেলায় কোনো বালু মহাল নেই। তাই উপজেলার যেকোনো স্থান থেকে বালু উত্তোলন অবৈধ। এসব বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সোমবার নাজিপুর নৌ থানার কাছে একটি ড্রেজার পুড়িয়ে দেওয়া হয়েছে। মালিক না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে অভিযান অব্যহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।