স্টাফ রিপোর্টার : গত ২২ ডিসেম্বর প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও স্ট্রেজেটিক ফাইন্যান্স লিমিটেড এর মধ্যে আইপিও ইস্যূ ম্যানেজারস সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস (চলতি দায়িত্ব) এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ ও স্ট্রেজেটিক ফাইন্যান্স লিঃ এর কর্মকর্তাগন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুসারে প্রোটেক্টিভ ইন্স্যুরেন্সের আইপিও ইস্যু ম্যানেজারস সংক্রান্ত সকল সুবিধা উক্ত দুই প্রতিষ্ঠান প্রদান করবে।
উক্ত প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সামির সেকান্দার, পরিচালক এহসানুল কবির, কোম্পানি সেক্রেটারী উইং কমান্ডার মোঃ তৈাহিদ আলী (অবঃ), সিএফও মোঃ শহিদুল ইসলাম, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী, স্ট্রেজেটিক ফাইন্যান্স লিঃ প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কবির সাদিকসহ প্রতিষ্ঠানের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed by: Engineer BD Network