আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
‘থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জমা হিসাব ও ঋণ প্যাকেজসহ নতুন বিভিন্ন পণ্য চালু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ড. ইউনূস তার ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’ গ্রন্থে শূন্য দারিদ্র্য, শূন্য কার্বন নিঃসরণ এবং শূন্য বেকারত্বের (থ্রি জিরোস) এক বিশ্বের স্বপ্ন দেখেছেন। এ স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তরুণ প্রজন্মকে সক্ষম করে তুলতে পারে এমন সব পণ্য চালু করতে ব্যাংকিং খাত ও আর্থিক ইকোসিস্টেমের অংশীদারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউসিবি গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন পণ্যসমূহ উদ্বোধন করেছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র চেয়ারম্যান শরীফ জহির। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাই খান। অনুষ্ঠানে ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ব্যাংকটির ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইউসিবির নতুন চালু হওয়া পণ্যসমূহের মধ্যে রয়েছে ‘স্বাধীন’ (শূন্য বেকারত্ব), ‘সমতা’ (শূন্য দারিদ্র্য) এবং ‘সবুজ সঞ্চয়’ (শূন্য কার্বন)। এছাড়াও, তিনটি নতুন ঋণ প্যাকেজও চালু করা হয়েছে। যথা ইউসিবি ‘প্রগতি’ (শূন্য দারিদ্র্য), ইউসিবি ‘সবুজ সমৃদ্ধি’ (শূন্য কার্বন) ও ইউসিবি ‘সূচনা’ (শূন্য বেকারত্ব)।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com