
প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ৫:০১ পূর্বাহ্ণ
জয়নগর উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের স্বাস্থ্য-শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের জয়নগর উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও বিজয় একাত্তর গণগ্রন্থাগারের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হেদায়েত উল্যাহ আনোয়ার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,এলামনাই এসোসিয়েশন এর নেতৃবৃন্দ, বিজয় একাত্তর গণগ্রন্থাগারের পরিচালনা সদস্য ও স্বেচ্ছাসেবীগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিনিয়র শিক্ষক শুকদেব চক্রবর্তীর সঞ্চালনায় অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ২০০৮ ব্যাচের কৃতি শিক্ষার্থী নুরুল আমিন মানিক, ১৯৯৯ ব্যাচের কৃতি শিক্ষার্থী আশ্রাফুজ্জামান মোহন এবং এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু জুবায়ের সহ প্রমুখ। এতে স্বাস্থ্য সামগ্রী উপকরণ দিয়ে সহযোগিতা করেন ঢাকাস্থ স্পৃহা ফাউন্ডেশন।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.