মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥ মুলাদীতে ইয়াবা ও গাজাসহ মনির তালুকদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮। গত ২৪ মে রাত ৮টার দিকে র্যাব অভিযান চালিয়ে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মুলাদী থানায় সোপর্দ করেছেন। মনির তালুকদার ঘোষেরচর গ্রামের ফরিদ তালুকদারের পুত্র। গ্রেফতারের সময় তার কাছে ১২৯ পিস ইয়াবা এবং ৪৮৫ গ্রাম গাজা পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। ওই দিন রাতেই র্যাব-৮ এর ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে মাদক আইনে মুলাদী থানায় মামলা দায়ের করেন এবং ২৫ মে সকালে থানা পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।