
প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৩:২৭ পূর্বাহ্ণ
সেনবাগের বীজবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগের ৮নং বীজবাগ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রবিবার বিকেলে ফকিরহাট হাজ্বী অছিম উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বীজবাগ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেনের পরিচালনায় এবং সভাপতি মাওলানা কেফায়েত উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য মাওলানা আলা উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ আহমেদ, সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আবছার, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা সভাপতি মাওলানা নুরুল হুদা মিলন,ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি দাউদ ইসলাম সহ প্রমুখ।
আয়োজিত সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াত ও সহযোগী ছাত্র সংগঠন ছাত্রশিবিরের বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.