ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২০ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

আলম হোসেন, সফিপুর (মুলাদী)॥ মুলাদীতে বজ্রপাতে আব্দুল মন্নান হাওলাদার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম চরভেদুরিয়া গ্রামের এঘটনা ঘটে। আব্দুল মন্নান হাওলাদার ওই গ্রামের মৃত আছমত আলী হাওলাদারের ছেলে। বুধবার সকালে কালবৈশাখী ঝড় শুরু হলে সে মাঠে থাকা গরু আনতে যায়। গরু নিয়ে বাড়ির কাছাকাছি পৌছতেই বজ্রপাতে নিহন হন। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস জানান বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকের দপ্তরে নাম প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।