ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জননী সাহানারা আব্দুল্লাহর রুহের মাগফেরত কামনায় আগৈলঝাড়া ছাত্রলীগের দোয়া-মোনাজাত

দৈনিক গণবার্তা
জুন ১৬, ২০২০ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাকিব খান, আগৈলঝাড়া (বরিশাল) থেকে ॥ শহীদ জননী বেগম সাহানারা আব্দুল্লাহ’র রুহের মাগফেরত কামনায় রোববার আছরবাদ আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বরিশালে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ্র রুহের মাগফেরত কামনায় দোয়া করা হয়।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী বেগম সাহানারা আব্দুল্লাহ (৬৮) রুহের মাগফেরত কামনায় আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যেগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত।
মরহুমা বেগম সাহানারা আব্দুল্লাহ্ বড়ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর, মেজোছেলে এফবিসিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈনুদ্দিন আব্দুল্লাহ্ ও ছোটছেলে বরিশাল জেলা আওয়ামীলীগ কার্যনিরবাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্ ।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুসালে মো. লিটন সেরনিয়াবাত, গৈলা ইউনিয় পরিষদ চেয়াম্যান মো. শফিকুল হোসেন, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মিন্টু সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাইক, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, উপজেলা শ্রমীকলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, সাবেক ছাত্রনেতা ফিরোজ শিকদার, আগৈলঝাড়া সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বেগম সাহানারা আব্দুল্লাহ ৭ জুর রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাাহে….. রাজিউন)। ৮ জুন (মমতাময়ী মা) মরহুমাকে সোমবার সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রসা প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদা বরিশাল মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।