ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে সন্তানদের সাথে অভিমান করে পিতার আত্নহত্যা

দৈনিক গণবার্তা
জুন ১৬, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥ মুলাদীতে ছেলেদের সাথে অভিমান করে ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছেন এক হতভাগ্য পিতা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্বহোসনাবাদ গ্রামের মৃত কাসেম সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (৬০) আত্নহত্যা করেন। রহিম সরদারের স্ত্রী লাইজু বেগম জানান তার স্বামী দীর্ঘ দিন ধরে গ্যাস্টিক আলসার রোগে ভুগছিলেন। কয়েক দিন ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি ছেলেদের অনুরোধ করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছেলেরা ঢাকায় নিয়ে তাকে ডাক্তার দেখাবে বলে আশ্বাস দেয়। কিন্তু এখনই ডাক্তারের কাছে না নেওয়ায় আব্দুর রহিম সরদার ক্ষিপ্ত হন এবং মঙ্গলবার সকালে চালের মধ্যে থাকা ফটাকসিন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সাড়ে ১০টার দিকে ছেলেরা উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।