ঢাকাবৃহস্পতিবার , ২২ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

লামা-চকরিয়া সড়কে কালভার্ট ভেঙে জনদুর্ভোগ

দৈনিক গণবার্তা
জুলাই ২২, ২০২১ ৫:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান, বান্দরবান : সড়কের কালভার্ট ভেঙ্গে পাথর বোঝাই একটি ট্রাকের চাকা ঢুকে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে লামার ইয়াংছা- জিদ্দাবাজার সড়ক। বৃহস্পতিবার সকাল ৬টায় ইয়াংছা বাজার পাড়ার শাহআলমের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

ইয়াংছা এলাকার ওয়ার্ড মেম্বার মোঃ কামাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোর ৬টার সময় চট্রগ্রাম থেকে আসা সড়কে ব্যবহৃত পাথর বোঝাই একটি বড় ট্রাক ইয়াংছা- জিদ্দাবাজার সড়ক দিয়ে আসার সময় সড়কের শাহআলমের বাড়ির পাশে কালভার্টটি ভেঙ্গে ট্রাকের পিছনের দুই পাশের চাকা গুলো ঢুকে যায়। এ কারনে এ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ বন্ধ হয়ে গেছে।

এদিকে ট্রাক ড্রাইভার মোঃ মহিন উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে গতকাল রাতে ৩০টন পাথর বোঝাই করে আলীকদমে নিয়ে যাচ্ছিলাম। এ পাথর গুলো আলীকদম- কুরুকপাতা- পোয়া মূহুরী সড়ক নির্মান কাজে নিয়োজিত সেনাবাহিনীর ১৬ইসিবি’র। স্থানীয় এলাকাবাসী মোঃ আরিফুল ইসলাম ও পাড়ার সর্দার মোঃ শাহ আলম জানান, গত বছর এ সড়কটি নির্মান করেন কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগ। সড়ক নির্মান চলাকালীন সময়ে পুরনো এ কালভার্টটি নতুন করে নির্মান করে দেওয়ার দাবী জানালেও তারা তা না করে কালভার্টের উপর কার্পেটিং বসিয়ে দিয়ে তারা কাজ শেষ করে চলে যায়। এ কারণে এ দূর্ঘনা ঘটে।

এ দূর্ঘটনার পর সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদূর্ভোগ চরমে পৌছেছে।এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ বলেন, কালভার্ট ভেঙ্গে পাথর বোঝাই একটি ট্রাক ঢুকে যাওয়ায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাকটি দ্রুত সরিয়ে বিকল্প যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।