জামালপুর প্রতিনিধি : “প্রধানমন্ত্রীর ঘোষাণা এক টুকরো জমিও খালি থাকবে না” ঘোষণাটি বাস্তবায়ন করতে জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে মঙ্গলবার সকালে ১২টি ইউনিয়নে ৩২ জন করে ৩৮৪ জন সবজি চাষির মাঝে ৪০০ টাকা মূল্যের সবজি বীজ বিতরণ করা হয়েছে। ইসলামপুর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল চাষীদের মাঝে এসব সবজি বীজ বিতরণ করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সাকাওয়াত হোসেন বলেন প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন করতে আপনারা অবশ্যই আঙ্গিনার আশেপাশের যায়গায় এ বীজ বপন করবেন।দেশকে স্বাবলম্বী করতে আপনাদের ভূমিকা অপরিসীম।
কৃষি অফিস সূত্র জানায়, বাগান রক্ষনা ও পরির্চচার জন্য প্রতিজন কৃষকের মোবাইলে ১৯৩৫ টাকা করে প্রদান করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।