আলমগীর হোসেন সুমন ॥ সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মাদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামীলীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দীন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও বরিশালের যুব রাজনীতির আইকন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। তিনি এক শোক বার্তায় শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ এবং সিসিকের সাবেক মেয়র বদর উদ্দীন আহমেদ কামরানের আত্নার মাগফেরাত কামনা করে বলেন তাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ তিন জন ত্যাগী ও পরীক্ষিত নেতা হারিয়েছে। আর আমরা হারিয়েছি আমাদের অন্যতম পথপ্রদর্শকদের। যাদের শূণ্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।