ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়াতে কোচিং সেন্টার চালু রাখায় জরিমানা

দৈনিক গণবার্তা
জুন ১৬, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি। কুষ্টিয়ার ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল ইসলাম নামের এক কোচিং সেন্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ৭টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে উপজেলার গোলাপনগর বাজারে কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল টিচিং হোম এর মালিক গোলাপনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলামকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণের ও নির্মূল) আইন, ২০১৮ এর আওতায় ১০ হাজার টাকা করা হয়েছে।
এছাড়াও মুখে মাস্ক ব্যবহার না করার কারনে তিনজনকে ৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি নির্দেশনা মেনে চলতে এমন অভিযান চলমান থাকবে বলে জানান ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।