ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল

দৈনিক গণবার্তা
জুন ১৫, ২০২০ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ মুলাদীতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল। তিনি গত রবিবার মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ডের পাইতিখোলার মূল সড়ক থেকে পাইতিখোলা খেয়াঘাট পর্যন্ত সড়কের উদ্বোধন করেন। সড়ক উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্যে পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল করোনা ভাইরাস সম্পর্কিত সরকারি নির্দেশনা মেনে চলার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান। এসময় তিনি সবাইকে সাবধানতা ও সচেতনতা অবলম্বন করার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান শিপু খান, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, পৌরসভার প্রকৌশলী সুপ্তজিৎ সমদ্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজ¦ী মিঠু, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, কাজী জসিম উদ্দীন, রিয়াজ আমিন, অপু হাওলাদার, বাবু সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজ হাওলাদার, যুবলীগ নেতা মজিবুর রহমান সরদারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।