ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার রাজাগাঁও ইউনিয়ন এর চাপাতি পাইপ পারা গ্রামে ধর্ষনের ঘটনা ঘটে।
১২ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টার সময় চাপাতি পাইপ পারা গ্রামের এক কিশোরী (১২) পার্শবর্তী পুকুরে মাছ আনতে যাওয়ার সময় পথিমধ্যে একই এলাকার মিজ্জাদ আলীর ছেলে শামিম (২৬) কিশোরীকে একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায় গিয়ে ধর্ষনের চেষ্টা করে। ওই সময় কিশোরী ধর্ষণে বাধা দিলে ধর্ষক শামিম কিশোরীর মাথায় আঘাত করে। পরে ধর্ষিতার ডাকচিৎকার শুনে তার মা ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে। ধর্ষিতার পরিবার ধর্ষক শামিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য তাহের হোসেন বলেন শামিম এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে সে প্রায় এলাকায় মেয়েদের উত্যাক্ত করে আসছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় বলেন, ভিকটিম কিশোরীর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।