আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মিনহাজুর রহমান মুসাদ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তার বাবা-মা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত মুসাদের চাচা সামি জানান, সে তার মায়ের সাথে অটোরিক্সায় বাজার থেকে বাড়িতে আসার সময় বাড়ির সামনে মধ্য অড়াইবাড়িয়া নামক স্থানের হোসেনপুর-নান্দাইল সড়কের রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা বুকের উপর দিয়ে চাপাদিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মৃত মুসাদ পৌর এলাকার মধ্য আড়াইবাড়িয়া এলাকার ফররুক আহমেদ লিমনের ছেলে ও হোসেনপুর নতুন বাজার ঈদগা কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।