অনলাইন ডেস্ক:: চলতি অর্থবছরের (২০১৯-২০২০) জন্য ৪৬ হাজার ৫১৬ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (১৫ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদ অধিবেশনেন ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২০ উত্থাপন করেন। পরে বিলটির ওপর বিভিন্ন শেষে তা কণ্ঠ ভোটে পাস হয়।
যেসব মন্ত্রণালয় বা বিভাগ ২০১৯-২০২০ অর্থবছরে তাদের মূল বরাদ্দের চেয়ে বেশি অর্থ খরচ করেছে, তার অনুমোদন নিতেই এই সম্পূরক বাজেট পাস হয়।
আগামী ৩০ জুন সমাপ্য অর্থবছরে কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুর করা অর্থের অধিক অর্থ দেওয়া ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব দেওয়ার জন্য এ সম্পূরক বিল আনা হয়।
সূত্র: বাংলানিউজ২৪.কম
বিটি/ সোলায়মান
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।