ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে লকডাউন অবমাননা করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২০ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম দেলোয়ার হোসেন ॥ গত ২০ মে বুধবার বেলা ১ টার সময় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার দেওয়ানগঞ্জ বাজারে দোকানপাট, শপিংমল, ফার্মেসী লকডাউন অবমাননা করায় অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলার সহকারি কমিশনার ( ভুমি) আসাদুর জামান এর নেতৃত্ব বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর. জামালপুর এর সহকারী কমিশনার এ.কে এম রহমতউল্লাহ, দেওয়ানগঞ্জ মডেল থানার এস আই মো. সহিদুর সহ অনেকে । এ সময় দুইটি ফার্মেসীতে আইন অমান্য করে ওষুধ বিক্রি করায় মো. বদউল আলমকে ১০ হাজার টাকা ও আশরাফুলকে ২০ হাজার টাকা জরিমানা, সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে কাপর ব্যবসায়ী আকরামকে ১০ হাজার টাকা,জুতা ব্যবসায়ী মো. হারুন কে ৫ হাজার টাকা, মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সহকারি কমিশনার ( ভুমি) আসাদুর জামান বলেন, স্বাস্থ্যের কথা চিন্তা করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোষাক বিক্রির দোকান, হকার মার্কেটসহ সব ধরনের দোকানপাট পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।