এস এম দেলোয়ার হোসেন ॥ গত ২০ মে বুধবার বেলা ১ টার সময় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার দেওয়ানগঞ্জ বাজারে দোকানপাট, শপিংমল, ফার্মেসী লকডাউন অবমাননা করায় অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলার সহকারি কমিশনার ( ভুমি) আসাদুর জামান এর নেতৃত্ব বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর. জামালপুর এর সহকারী কমিশনার এ.কে এম রহমতউল্লাহ, দেওয়ানগঞ্জ মডেল থানার এস আই মো. সহিদুর সহ অনেকে । এ সময় দুইটি ফার্মেসীতে আইন অমান্য করে ওষুধ বিক্রি করায় মো. বদউল আলমকে ১০ হাজার টাকা ও আশরাফুলকে ২০ হাজার টাকা জরিমানা, সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে কাপর ব্যবসায়ী আকরামকে ১০ হাজার টাকা,জুতা ব্যবসায়ী মো. হারুন কে ৫ হাজার টাকা, মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সহকারি কমিশনার ( ভুমি) আসাদুর জামান বলেন, স্বাস্থ্যের কথা চিন্তা করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোষাক বিক্রির দোকান, হকার মার্কেটসহ সব ধরনের দোকানপাট পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।