ঢাকারবিবার , ১৪ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত স্বাস্থ্য শিক্ষা সচিব সস্ত্রীক আইসোলেশনে

দৈনিক গণবার্তা
জুন ১৪, ২০২০ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ করোনায় আক্রান্ত হয়ে সস্ত্রীক আইসোলেশনে রয়েছেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর। তিনি ও তাঁর স্ত্রী বর্তমানে সুস্থ হওয়ার পথে।

রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইনুল ইসলাম প্রধান সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মাইনুল ইসলাম বলেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর গত ৫ দিন ধরে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। দুজনেই সুস্থ হওয়ার পথে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলী নূর। এর আগে তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার মৃত্যুবরণ করেন। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।