গণবার্তা রিপোর্ট: সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং মাশরেক ব্যাংক, দুবাই, ইউএই’র মধ্যে মাস্টার ট্রেড লোন এগ্রিমেন্ট সম্পাদিত হয়েছে। এই মাস্টার ট্রেড লোন এগ্রিমেন্টের অধীনে সাউথইস্ট ব্যাংক তার অফশোর ব্যাংকিংয়ের জন্য ট্রেড লোন সুবিধা গ্রহণ করতে পারবে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং মাশরেক ব্যাংকের গ্লোবাল হেড অব এফআই অ্যান্ড এনবিএফআই আজিজ আতা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।