ঢাকাশনিবার , ১৩ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কর্মহীন দোকান কর্মচারীদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

দৈনিক গণবার্তা
জুন ১৩, ২০২০ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল ব্যুরো ॥ বরিশালে কর্মহীন দোকান কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার ১১ জুন বিকেলে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ১ হাজার দোকান কর্মচারীদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন সুযোগ্য জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এ সময় জেলা প্রশাসক করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মহামারী করোনা মোকাবিলায় আমরা সবাই ঘরে থাকবো এবং প্রশাসনকে সহযোগিতা করবো। আমরা যেন সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাই।

খাদ্য সহয়তা বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেকের মাঝে চাল, আলু, ডাল, সাবান বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।