স্টাফ রিপোর্টার ॥ মুলাদীতে কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাসের উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) বরিশাল-১ আসনের এমপি, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী বেগম শাহান আরা আব্দুল্লাহর রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় কাজিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মন্টু বিশ^াস, কাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগ নেতা এনামুল হক মন্টু, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন প্যাদা, সাবেক ইউপি সদস্য জালাল ঘরামী, কাজিরচর ইউপি’র সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কাজিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা বেগম শাহান আরা আব্দুল্লাহ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করছিলেন। শহীদ জননী বেগম শাহান আরা আব্দুল্লাহ ছিলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতের প্রত্যক্ষদর্শী। তাকে হারিয়ে আওয়ামীলীগ একজন অভিভাবককে হারিয়েছে।