মোশারফ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) থেকে: কুষ্টিয়া কুমারখালী উপজেলা নন্দলালপুর ইউনিয়নের ঠেলা- ঠেলি বাজার হতে উওর ভবানীপুর পর্যন্ত মাটির রাস্তাটি সংস্কারের অভাবে চলাচল পর্যন্ত করতে পারছে না এলাকাবাসী। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ৭-৮ গ্ৰামের শ’শ’ মানুষ যাতায়াত করে থাকে। রাস্তাটি দিয়ে নন্দলালপুর মাঠ, মাছ গ্ৰাম মাঠ, নাওথী মাঠ,শিকরামপুর মাঠের হাজার- হাজার বিঘা জমির ফসল কেটে ঘরে নিতে এই রাস্তাটি ব্যবহার করে স্থানীয় কৃষকরা।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাস্তার মাটি উঠে গিয়ে ছোট,বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। দুপাশ ভেঙে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে রাস্তাটি। জসিম মন্ডল জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে ট্রাক্টর, ভটভটি, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল, মোটরবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করে । ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। এ অবস্থায় রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা। অবিলম্বে এই রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।