
মোঃ রায়হান মাহামুদঃ
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার চাকশাল কদমতলায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই জন মারা গেছেন। এসময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, অন্য দিনের মত আজও চারজন কৃষি শ্রমিক ঘটনাস্থলে ধানকাটা ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্ধ্যার একটু আগে অঝোর ধারায় বৃষ্টি ও বজ্রপাত হতে থাকে। এসময় ঘটনাস্থলে থাকা ৪ জনের মধ্য ২ জনের মৃত্যু ও ২ জন আহত হয়।