ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মার্কাজ মসজিদের মুয়াজ্জিন নিহত

দৈনিক গণবার্তা
জুন ১২, ২০২০ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি, মাদারীপুুর : মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস শরীফ (৩৭) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শরীফ উপজেলা শংকরদীরপাড় গ্রামের আব্দুল হাই শরীফের ছেলে এবং টেকেরহাট মার্কাজ মসজিদের মুয়াজ্জিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মটরসাইকেল যোগে ফেরার পথে টেকেরহাটে এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরে গেলে ইলিয়াস শরীফ আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে তিনি মারা যান। রাজৈর থানার ওসি শওকত জাহান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।