স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ বাংলার আওয়ামী লীগের অভিভাবক, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী, বরিশাল সিটি মেয়র সেরিনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী বেগম সাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো. মোহসীন উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তার তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বেগম সাহান আরা আব্দুল্লাহ’র আত্নার মাগফেরাত কামনা করেন।
ইউপি চেয়ারম্যান হাজ্বী মো. মোহসীন উদ্দীন খান জানান, বেগম সাহান আরা আব্দুল্লাহ ছিলেন নেতাকর্মী ও জাতির জন্য নিবেদিত প্রান। তার মৃত্যুতে আওয়ামীলীগ একজন নেতাকে হারিয়েছে আর আমরা হারিয়েছি একজন অভিভাবককে। যার শূণ্যতা কোনদিন পূরণ হবে না।