ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে বাটামারা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কোরআনখানী ও মিলাদ

দৈনিক গণবার্তা
জুন ১১, ২০২০ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥  পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ জননী বেগম সাহান আরা আব্দুল্লাহর মাগফেরাত কামনা করে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কোরআনখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় বাটামারা ইউনিয়নের সেলিমপুর বন্দরে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়য়ে এ কোরআনখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাটামারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার হাজ্বী শাহ জাহান, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন অশ্রু, সাংগঠনিক সম্পাদক হাজ্বী এইচ এম কাওসার উদ্দিন, বাটামারা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. ফরিদ উদ্দিনসহ বাটামারা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।